লি কুয়ান ইউর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

আধুনিক সিঙ্গাপুরের রূপকার ও প্রথম প্রধানমন্ত্রী  লি কুয়ান ইউ- এর  মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 10:09 AM
Updated : 30 March 2015, 10:09 AM

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লি কুয়ান ছিলেন বাংলাদেশের শুভানুধ্যায়ী। তার নির্দেশিত বৈদেশিক নীতির কারণে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উপর্যুপরি শক্তিশালী হয়েছে।

গত ২৩ মার্চ ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান  লি কুয়ান ইউ।

রোববার সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালচারাল সেন্টারে (ইউসিসি) শেষ হয়েছে তার শেষকৃত্য।

৩১ বছর সিঙ্গাপুরের সরকারপ্রধান থাকাকালে লি কুয়ান দেশটিকে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত  এবং মালয়েশিয়া থেকে আলাদা করে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত করেছিলেন।