গাজীপুরে ‘মাদক বিক্রির দ্বন্দ্বে’ কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাত-পা বেঁধে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2015, 07:10 AM
Updated : 30 March 2015, 07:10 AM

পুলিশ বলছে, নিহত সিরাজুল ইসলাম (৩২) একজন মাদক বিক্রেতা। তিনি উপজেলার পূর্ব সফিপুর এলাকার মো. হাসমত আলী সর্দারের ছেলে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার পূর্ব সফিপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় মাদক বিক্রেতা শাহীন, মামুন, শাকিল ও বাবুলদের সঙ্গে সিরাজুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা সিরাজুলকে বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে বাড়ির পাশেই ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল।”

এসআই সাইফুল বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুবি আক্তার থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাইফুল জানান, সিরাজুলের মতো তার স্ত্রী রুবির বিরুদ্ধেও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকের মামলায় সিরাজুল একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন।