লাঙ্গলবন্দে নিখোঁজ মালতী রাণীকে পাওয়া গেছে

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে নিখোঁজ থাকা এক বৃদ্ধার সন্ধান পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 03:34 PM
Updated : 29 March 2015, 03:34 PM

এদিকে একইদিন ওখানে আরেক নারী নিখোঁজ হওয়ার দাবি করেছেন তার এক স্বজন।

শনিবার রাতে মালতি রাণীর (৬০) সন্ধান পাওয়া যায় বলে তার ছেলে স্বপন কুমার মোদক জানিয়েছেন।

তিনি গাইবান্ধা সদর উপজেলার চরবাটালিয়া গ্রামের বাসিন্দা।

স্বপন বলেন, “মা ভিড়ের চাপে অসুস্থ হয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর শনিবার রাতে ওই বাড়ির লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে মাকে পৌঁছে দেন।”

এদিকে বাসন্তী রাণী (৪০) নামের আরেক নারী নিখোঁজ হওয়ার দাবি করছেন তার স্বজনরা।  

রোববার বিকালে লাঙ্গলবন্দে বাসন্তী রাণীর ভাই বিকাশ চন্দ্র নাথ একথা জানান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাফরনগরের বাসিন্দা বিকাশ চন্দ্র নাথ বলেন,  বাসন্তী রানী নাথ ঘটনার সময় থেকে নিখোঁজ রয়েছেন। এখনও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বোনের খোঁজ পেতে তিনি বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া লাঙ্গলবন্দ এলাকায় মাইকিংও করেছেন বলে জানান।

তবে বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এই বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টির খতিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উৎসবে সেতু ভেঙ্গে পড়ার গুজবে হুড়োহুড়িতে রাজঘাট এলাকায় পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থী নিহত হয়। আহত হয়েছে আরও ২০ জন।