রাবি হলে খাবার খেয়ে অসুস্থ ১৫ ছাত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলে ক্যান্টিনের খাবার খেয়ে দুই দিনে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 02:59 PM
Updated : 29 March 2015, 02:59 PM

শনিবার ও রোববার অসুস্থদের কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও নিজ উদ্যোগে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দিলরুবা আখতার বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গতকাল (শনিবার) ক্যাম্পাসে ফিরেছি। ছাত্রীদের অসুস্থ হওয়ার বিয়ষটি শুনে আমি দ্রুত হলে গিয়েছিলাম। গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ছি।”

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ফুড পয়জনিংয়ের কারণে এ সমস্যা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিসক ডা. ফ ম আ জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতগুলো ছাত্রীর অসুস্থ হওয়া থেকে ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং থেকে এটা হয়েছে।

তবে, বিষয়টি খতিয়ে দেখার পর তার সঠিকভাবে বলা যাবে বলে মনে করেন তিনি।

অসুস্থদের মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অর্নিয়া খাতুন, বাংলার মরিয়ম আক্তার দরদী, ফাইন্যান্সের মনীরা সুলতানা, উদ্ভিদ বিজ্ঞানের রহিমা খাতুন রিতু ও মনীরা খাতুন, পরিসংখ্যানের আইরিন সুলতানা ও সোনিয়া, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজির আখি আক্তার ও আরবি খাতুন, সমাজ বিজ্ঞানের সাবিনা আক্তার, ফলিত রসায়নের প্রিয়াংকা, মনোবিজ্ঞানের হাসনা হেনা ও প্রাণিবিদ্যার মৌরী।

এর মধ্যে অর্নিয়া খাতুন, মরিয়ম আক্তার দরদী ও মনীরা সুলতানা রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।