চট্টগ্রামে মেয়র প্রার্থী ১৩ জন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 12:04 PM
Updated : 29 March 2015, 12:04 PM

এদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম এবং নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনই সবচেয়ে বেশি আলোচনায় আছেন।

গত ১৮ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন গেল রোববার।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত ১৩ জন জমা দিয়েছেন।

এদের মধ্যে ১০ জনই রোববার মনোনয়নপত্র জমা দেন বলে জানান তিনি।

সদ্য বিদায়ী মেয়র মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী নাছির উদ্দিন ছাড়া মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, বিএনএফের আরিফ মঈনুদ্দীন, গাজী মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ, সৈয়দ সাজ্জাদ জোহা, ফোরকান চৌধুরী, মজিবুল হক শুক্কুর, সাইফুদ্দিন আহমেদ ববি, ওয়াসেস হোসেন ভূঁইয়া ও শফিউল আলম।

মনোনয়নপত্র সংগ্রহ করলেও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মো. শাহজাহান, আবুল মনজুর, মো. ইলিয়াছ ও গোলাম ইয়াজদানী তা জমা দেননি।

শনিবার পর্যন্ত চট্টগ্রামে মেয়র পদে ১৮ জন, কাউন্সিলর পদে ৫৫৯ জন ও নারী কাউন্সিলর পদে ৯৪ জনসহ মোট ৬৭১ জন মনোনয়নপত্র নিয়েছিলেন।