চট্টগ্রামে নির্বাচনের মাঠে স্বামী-স্ত্রী দুজনই

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এক কাউন্সিলর ও তার স্ত্রী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 11:13 AM
Updated : 29 March 2015, 02:14 PM

স্বামী জাবেদ নজরুল ইসলাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার স্ত্রী মোছাম্মৎ ফারহানা জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৪ নম্বরের সঙ্গে ১২ ও ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে।

ফারহানা জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বামী আগে কাউন্সিলর ছিলেন। সেই সুবাদে তার সাথে বিভিন্ন জায়গায় যেতে হত। ওই সব জায়গায় মানুষের বিশেষ করে নারীদের নানা সমস্যার কথা শুনতাম।

“নারীদের এই সব সমস্যা নিরসনে আমি এইবার প্রার্থী হয়েছি সংরক্ষিত আসন থেকে।”

নির্বাচনে আসার পেছনে স্বামীর অনুপ্রেরণা রয়েছে বলে জানান ফারহানা জাবেদ।

জাবেদ নজরুল ইসলাম বলেন, “জনগণের ইচ্ছায় স্ত্রীকে সাথে নিয়ে নির্বাচনে নেমেছি।”

২০০৫ সালে আওয়ামী লীগের সমর্থনে ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন জাবেদ নজরুল ইসলাম। ২০১০ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।

গত বুধবার ভোটারদের উপঢৌকন দেওয়ায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ফারহানা জাবেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।