গুলিতে যুবক নিহত, গ্রামীণের স্ক্র্যাচ কার্ড ছিনতাই

জামালপুর সদরে এক যুবককে গুলিতে হত্যা করে গ্রামীণ ফোনের সিম কার্ড ও স্ক্র্যাচ কার্ড ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 10:18 AM
Updated : 29 March 2015, 10:18 AM

পুলিশ জানায়, রোববার এ হামলায় নিহত আরিফ হোসেন (৩০) গ্রামীণ ফোনের একটি সহযোগী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকির হোসেন ও শাহাদত হোসেন নামে দুই সহকর্মীকে নিয়ে আরিফ জেলা শহর থেকে মোটরসাইকেলে সরিষাবাড়ি যাচ্ছিলেন।

পথে জামালপুর-সরিষাবাড়ি সড়কে হাসিল এলাকায় দুই মোটরসাইকেলে পিছু নেয়া ছয় দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

এরপর দুর্বৃত্তরা আরিফকে গুলি করে তার কাছে থাকা গ্রামীণ ফোনের সিম কার্ড ও স্ক্র্যাচ কার্ডভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসপি নজরুল আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিহত আরিফ হোসেন মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে। তিনি গ্রামীণ ফোনের ডিলার জামালপুর শহরের আমিন অ্যান্ড কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।