শীতলক্ষ্যায় নৌ দুর্ঘটনা, লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষের পর লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 06:18 AM
Updated : 29 March 2015, 06:39 AM

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তার (২৫) সোনারগাঁও উপজেলার পানাম এলাকায় ধনু মিয়ার স্ত্রী। তিনি শহরের নয়ামাটি এলাকার ইসলাম হোসিয়ারী কারখানার কর্মী ছিলেন। তার স্বামী ধনু মিয়া পেশায় রিকশা চালক। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই নজরুল জানান, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর বিএম স্কুল ঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে শহরের টানবাজার এলাকায় আসছিল ট্রলারটি। পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হয়।

এ সময় শিল্পী আক্তার লাফিয়ে পড়লে ট্রলারের প্রোপেলারের সঙ্গে তার কাপড় পেঁচিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রলারের অন্য যাত্রীরা এ সময় সাঁতরে তীরে উঠে যান। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বলে এসআই নজরুল জানান।

তিনি বলেন, ট্রলারের অন্য কোনো আরোহী আহত বা নিখোঁজ হননি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি আটক করা হয়েছে।