রংপুরে তিন ইউপিতে ভোট চলছে

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের প্রতিনিধি বাছাইয়ে ভোটগ্রহণ চলছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 06:00 AM
Updated : 29 March 2015, 06:00 AM

রোববার সকাল ৮টা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নির্বাচনে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, ২৭টি সদস্য পদে ১৫২ জন এবং নয়টি সংরক্ষিত নারী সদস্য পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

তিনটি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৭৪ হাজার ৩০৭ জন।

নির্বাচন ঘিরে তিন ইউনিয়নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৩ সালের মার্চে।

২০০৮ সালে মেয়াদ শেষে নির্বাচন হওয়ার কথা থাকলেও তত্বাবধায়ক সরকার আমলে তা হয়নি।

২০১১ সালে সারাদেশের মতো রংপুরেও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে এসময় সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সাতটি সম্পূর্ণ এবং এই তিনটি ইউনিয়নের কিছু অংশ অন্তর্ভুক্ত করে রংপুর সিটি করপোরেশন ঘোষণা করা হয়।

এ কারণে হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করণী ইউনিয়নে নির্বাচন হয়নি।