চাঁদপুর পৌর নির্বাচনে উৎসবের আমেজে ভোট

দীর্ঘ নয় বছর পর নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট হচ্ছে চাঁদপুর পৌরসভায়, সকাল থেকে ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি কেন্দ্রগুলোতে এনেছে উৎসবের আমেজ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 05:48 AM
Updated : 29 March 2015, 05:48 AM

রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আতাউর রহমান জানান, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বিশৃঙ্খলার কারণে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। অন্য কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানসহ ভোটারদের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।”

সকালে ভোট শুরুর এক ঘণ্টা আগে থেকেই প্রতিটি কেন্দ্রের সামনে ভোটারদের অপেক্ষায় থাকতে দেখা যায়।  

১৫টি ওয়ার্ডের এ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে মোট ১২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।

এর মধ্যে মেয়র পদে দুই জন, ১৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলার পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ভোটের লড়াইয়ের আছেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া। বিএনপি এ নির্বাচনে আসেনি।

সর্বশেষ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর চাঁদপুর পৌরসভায় নির্বাচন হয়। পাঁচ বছর পর ২০১১ সালে আবার নির্বাচন হওয়ার কথা থাকলেও মামলার কারণে তিনবার নির্বাচনের তারিখ ঘোষণার পরও ভোট পিছিয়ে যায়।

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থবারের মত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

৪৯টি কেন্দ্রে ৩৪৫টি বুথে এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ১২৯ জন।