নওগাঁয় নিখোঁজ গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

নওগাঁর রানীনগর উপজেলায় দুই দিন ধরে নিখোঁজ এক গৃহবধূর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 05:45 PM
Updated : 28 March 2015, 05:45 PM

নিহত মোরশেদা খাতুন (৩৫) বগুড়ার আদমদিঘী উপজেলার পোঁওতা গ্রামের চা দোকানী সিরাজুল ইসলামের স্ত্রী ।

শনিবার সকালে রানীনগর উপজেলার সোনাকানিয়া ব্রীজের পাশে লাশ পাওয়া যায়।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আদমদিঘীর ছাতনী গ্রামে ইসলামী জলসায় যাওয়ার কথা বলে মোরশেদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

শনিবার সকালে সোনাকানিয়া ব্রীজের উত্তরে ইরিক্ষেতের ভেতর থেকে মৃতদেহের গন্ধ টের পেয়ে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহের একটি কালো ভ্যানিটি ব্যাগ ও স্যামফোনি একটি মোবাইল ফোন সেট পেয়েছে।

তিনি বলেন, “লাশের মাথায় আঘাত করে চেহারা বিকৃত করে ফেলা হয়েছে। পরে নিহতের স্বামী থানায় এসে লাশ সনাক্ত করেছেন।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আব্দুল্লাহ জানান, সুদের টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।