লাঙ্গলবন্দের অষ্টমীস্নানে বৃদ্ধা পুণ্যার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী স্নানোৎসবে এসে এক বৃদ্ধা পুণ্যার্থী নিখোঁজ হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 03:10 PM
Updated : 28 March 2015, 03:10 PM

নিখোঁজ মালতি রানী (৬০) গাইবান্ধার চরবাটালিয়া এলাকার বাসিন্দা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, শুক্রবারের স্নান উৎসবে ওই বৃদ্ধা পুণ্যার্থী নিখোঁজ হয়েছেন বলে তার ছেলে স্বপন কুমার মোদক পুলিশকে জানিয়েছেন।

“এরপর থেকে তাকে ফিরে পেতে আমরা বিভিন্ন স্থানে মাইকিংসহ খোঁজ-খবর চালিয়ে যাচ্ছি।”

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান উৎসবে লাঙ্গলবন্দের রাজঘাট এলাকার অংশে সেতু ভেঙে পড়ার গুজবে হুড়াহুড়িতে পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থী নিহত হন। আহত হয়েছে আরও অন্তত ২০ পুণ্যার্থী।

এ ঘটনার পর তীর্থে আসা অপর পুণ্যার্থীদের খোঁজ পেলেও মালতি রানীকে পাওয়া যায়নি বলে শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ছেলে স্বপন কুমার মোদক।

স্বপন বলেন, “অনেক খোঁজাখুঁজি করেও মায়ের কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজতে লাঙ্গলবন্দসহ আশপাশের এলাকায় মাইকিংও করেছি। এছাড়া নারায়ণগঞ্জ শহরের খানপুর ও মণ্ডলপাড়ায় থাকা দুটি হাসপাতালে খোঁজ করেছি, কোথাও মাকে খুঁজে পাইনি।”

তার মা মালতী রানীতে খুঁজে পেতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চান স্বপন।