বেনাপোল সীমান্তে নেভিগেশন যন্ত্রাংশ জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের নৌযানের যন্ত্রাংশ ও তৈরি পোশাক সামগ্রীর একটি চালান জব্দ করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 12:57 PM
Updated : 28 March 2015, 01:27 PM

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সকালে বেনাপোলের সাদিপুর বেলতলা সীমান্ত থেকে ওই চালান জব্দ হলেও কেউ আটক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটক সমুদ্র পথের সঙ্কেত ব্যবস্থায় ব্যবহার করা নেভিগেশন যন্ত্রাংশ ও তৈরি পোশাকের আনুমাণিক বাজারমূল্য দুই কোটি টাকা।

“অবৈধভাবে ভারতে পাচারের জন্য ঢাকা থেকে নেভিগেশন যন্ত্রাংশ ও তৈরি পোশাকের একটি চালান বেনাপোলে আনা হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় বিজিবি।”

এ সময় সীমান্ত এলাকায় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পণ্যগুলো ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা চালানটি জব্দ করে বেনাপোল শুল্ক গুদামে জমা দেয় বলে লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর জানান।