সাতক্ষীরায় গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বসুন্ধরা গুচ্ছগ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও দুজন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 08:09 AM
Updated : 28 March 2015, 08:09 AM

নিহত সুমাইয়া (২) বিনেরপোতায় বসুন্ধরা গুচ্ছগ্রামের বাবর আলী মোড়লের মেয়ে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে বিনেরপোতায় বসুন্ধরা গুচ্ছগ্রামের বাবর আলী মোড়লের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- বাবর আলির স্ত্রী জোসনা খাতুন ও তার মেয়ে কুলসুম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনে পুড়ে মারা যায় চারটি গবাদি পশু।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় মশা তাড়াতে বাবর আলীর বসতঘর লাগোয়া গোয়ালঘরে মৃদু আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। ভুলে ওই ধোঁয়া না নেভানোয় গভীর রাতে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় ঘরের বারান্দায় বাবরের স্ত্রী জোসনা খাতুনের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু সুমাইয়া আগুনে পুড়ে মারা যায়। একই সময়ে গোশালায় থাকা একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।

এদের বাঁচাতে গিয়ে জোসনা ও তার মেয়ে কুলসুম সামান্য দগ্ধ হন। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

আগুনের খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ও পাটকেলঘাটা থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান এ দুই পুলিশ কর্মকর্তা।