মালদ্বীপে বাংলাদেশিদের জন্য ‘হেল্প লাইন’ চালু

দুই প্রবাসী খুন হওয়ার পর মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের টেলিফোনে সব ধরনের সহযোগিতা দিতে ‘হেল্প লাইন’ চালু করেছে সেখানকার হাই কমিশন, যা ২৪ ঘণ্টা সচল থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 04:04 AM
Updated : 28 March 2015, 04:04 AM

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার এই ‘হেল্প লাইন’ চালু করেন।

হেল্প লাইনের +৯৬০৩৩২০৮৫৯ নম্বরে ফোন করে যে কেউ যে কোনো সময় সহযোগিতা চাইতে পারবেন। 

সম্প্রতি ভারত মহাসগরীয় দ্বীপ দেশটিতে দুই বাংলাদেশি খুন হওয়ার পর সেখানকার প্রবাসী স্বদেশী নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়া কয়েকজনকে ছুরি মেরে আহত করার ঘটনাও ঘটেছে।

মালদ্বীপের হাভেরু অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ মার্চ ভোরে চার মুখোশধারীর হামলায় খুন হন প্রবাসী বাংলাদেশি শাহিন মিয়া।

তিনি মালের সাউথ-ওয়েস্ট হারবার এলাকায় ‘লিয়ানু ক্যাফে’তে কাজ করতেন।

আর মঙ্গলবার ‘আলিফ আলিফ আতোল থড্ডু’ দ্বীপ থেকে বিলাল নামে আরেক বাংলাদেশির লাশ উদ্ধারের কথা জানায় মিনিভান নিউজ নামে মালদ্বীপের অন্য একটি ইন্টারনেট সংবাদ মাধ্যম।

এসব হামলার ঘটনার প্রতিবাদে দেশটিতে কর্মরতরা বিক্ষোভের ডাক দিলে মালদ্বীপের কর্মকর্তারা  ভিসা বাতিলের হুমকি দিয়েছে বলে প্রবাসীদের অভিযোগ।

হত্যা ও ছুরিকাঘাতের এসব ঘটনায় মালদ্বীপ পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারলেও  দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন বাংলাদেশিদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।