চট্টগ্রামে মনোনয়ন তুললেন আরও ৩৬ জন

মনোনয়নপত্র সংগ্রহের নবম দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র ও কাউন্সিলর পদে মোট ৩৬ জন মনোনায়নপত্র তুলেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 02:47 PM
Updated : 27 March 2015, 02:47 PM

শুক্রবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন পদত্যাগী মেয়র মনজুর আলম ও ওয়ায়েস হোসেন ভুঁইয়া।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাত জন ও কাউন্সিলর পদে ২৭ জন মনোনয়নপত্র নেন।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয় দিনে মেয়র পদে ১৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন এবং কাউন্সিলর পদে ৫২৩ জনসহ মোট ৬২৫ জন মনোনয়নপত্র নিয়েছেন।

“শুক্রবার পর্যন্ত মেয়র পদে দুই জন, নারী কাউন্সিলর দুই জন এবং কাউন্সিলর পদে মোট ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

শুক্রবার মনোনয়ন সংগ্রহের আগে পদত্যাগ করেন মনজুর আলম। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে।

সিসিসি’র ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন ইতোমধ্যে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আবদুল বাতেন বলেন, “এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। ২০১০ সালে কাউন্সিলর জহিরুল আলম দোভাষ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।”

“এবার মোহাম্মদ হোসেন ভারপ্রাপ্ত মেয়র পদে থেকে কীভাবে নির্বাচন করবেন সে বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে আপনাদের জানাব।”

১৯ মার্চ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা শেষে হবে ২৯ মার্চ। ২৮ এপ্রিল ঢাকার দুই সিটির সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হবে।