ফটিকছড়িতে টাইম বোমা, গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলায় একটি ভবনের ছাদ থেকে সময় নিয়ন্ত্রিক বোমা, গুলি ও পেট্রোলবোমা উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 02:41 PM
Updated : 27 March 2015, 02:41 PM

শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১০ নং ওয়ার্ডের একটি একতলা ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি‘র দক্ষিণ-পূর্ব অঞ্চলের উপ-পরিচালক মেজর সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাদ থেকে একটি টাইমবোমা, ১০টি পেট্রোলবোমা, আটটি ককটেল, পাঁচ রাউন্ড পয়েন্ট টুটু বোরের পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার এসআই শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‍ভোরে ওই এলাকায় অভিযান চালাতে এসে পুলিশের সহযোগিতা চায় বিজিবি।

পরে পুলিশসহ বিজিবি অভিযান চালিয়ে ওই ভবনের ছাদ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ভবনটির মালিক স্থানীয় দুই ভাই মো. খোরশেদ (২৮) ও দিদারুল আলম (২৬)।

এসআই শহীদ বলেন, উদ্ধার হওয়া জিনিসপত্রের বিষয়ে দুই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি। তবে তাদের আটক করা হয়নি।

উদ্ধারকৃত পেট্রোল বোমা ও গুলিসহ অন্যান্য সরঞ্জাম ফটিকছড়ি থানায় স্থানান্তর করা হয়েছে।