না’গঞ্জে ৭ খুন: আরেকজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 02:19 PM
Updated : 27 March 2015, 02:19 PM

শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আবুল বাশারকে (৪০) গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাশার এ মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। 

এ নিয়ে এ মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর  রশীদ মন্ডল জানান, এই মামলায় কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে বাশারের নাম এসেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল বাশার নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগে টেন্ডার নিয়ন্ত্রণ করত।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানিয়ে শনিবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

আবুল বাশারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়, তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয় জনের লাশ ভেসে ওঠে। এর পরদিন পাওয়া যায় আরেকজনের লাশ।

ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী এবং চন্দন সরকারের জামাতা বাদী হয়ে দুটি হত্যা মামলা করেন।

এ মামলায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৯ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।