গাজীপুর সিটির ময়লা মহাসড়কে

গাজীপুর সিটি করপোরেশনের আবর্জনা মহাসড়কে স্তূপীকৃত হওয়ার কারণে ভোগান্তিতে পড়ছে পথচারী, এলাকাবাসীসহ মহাসড়কে চলাচলকারী হাজারো যানবাহন।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 12:15 PM
Updated : 27 March 2015, 12:15 PM

দিনের বড় একটা সময় ময়লার দুর্গন্ধে অসহনীয় হয়ে থাকে বাতাস।

এছাড়া ফুটপাথ দখল করে অস্থায়ী  দোকান ও শৌচাগার গড়ে তোলায় পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

চান্দনা চৌরাস্তা মোড়ে ময়লার স্তূপ পড়ে আছে, যেখানে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-জামালপুর, ঢাকা-শেরপুরসহ উত্তর বঙ্গগামী বিভিন্ন রুটে চলাচলকারী বাসস্ট্যান্ড রয়েছে।

স্থানীয় বাসিন্দা  মো. নজরুল  ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি সেখানে প্রতিদিন সকাল ১০-১১টা পর্যন্ত সিটির ময়লা জমে থাকায় দুর্গন্ধে টেকা যায় না।

এছাড়া ফুটপাথে নানা রকমের অস্থায়ী দোকনসহ কাঁচা শৌচাগার থাকায় পথচারীরা ফুটপাথের পরিবর্তে মহাসড়ক দিয়ে হাঁটতে হয়।

এপথে চলাচলকারীদের সীমাহীন ভোগান্তির স্বীকার হতে হয় বলে জানান তিনি।

ফুটপাথে পলিথিন শিট ও চট দিয়ে ঘিরে কাঁচা শৌচাগার স্থাপনকারী সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে কোনো পাবলিক টয়লেট না থাকায় যাত্রীদের কথা চিন্তা করে অস্থায়ী টয়লে স্থাপন করেছেন তিনি।

প্রতিদিন তার ৫শ’ থেকে এক হাজার টাকা আয় হয় বলে জানান তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নাগরিক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটির যেখানে সেখানে ময়লার স্তূপ জমে থাকে দিনের পর দিন। চৌরাস্তা মোড় একটি জনবহুল এলাকা। সেখানে প্রতিদিন সকাল ১০-১১টা পর্যন্ত দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ জমে থাকে।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবচেয়ে কঠিন কাজ হলো ময়লা পরিষ্কার করা।

এ ব্যাপারে তিনি নাগরিকদের সচেতন হওয়ার কথা বলেন।

চান্দনা চৌরাস্তা এলাকায় ময়লার স্তূপের বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

তবে ফুটপাথে দোকান-পাট ও শৌচাগার অপসারণের বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।