ঢাকা উত্তরে প্রার্থী হচ্ছেন অভিনেতা নাদের চৌধুরী

ঢাকা উত্তরের মেয়র পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাসদ নেতা অভিনেতা নাদের চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 11:02 AM
Updated : 27 March 2015, 11:38 AM

শুক্রবার আগারগাঁওয়ে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, জাসদের কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

“আমার জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। আমি ঢাকার ছেলে। অভিনেতা হিসাবে বাংলাদেশের ৮০ ভাগ মানুষ আমাকে চেনে।”

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেতা নাদের জাসদের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে আছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেও পরে প্রত্যাহার করেন।     

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হকই আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন বলে গণমাধ্যমের খবর। এই সিটিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের জানান, এ পর্যন্ত মেয়র পদে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শামসুল আলম চৌধুরী নামে একজন মনোনয়নপত্র জমাও দিয়েছে। এর আগে জমা দিয়েছেন ইরাদ আহমেদ সিদ্দিকী।

এছাড়া কাউন্সিলর পদে ৬৩৪টি এবং সংরক্ষিত আসনে ১৩৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

আচারণবিধি লংঘনের অভিযোগে এ পর্যন্ত ২৩ জনকে নোটিস দেওয়া হয়েছে জানালেও তাদের মধ্যে কোনো সম্ভাব্য মেয়রপ্রার্থী আছেন কি-না তা জানাননি তিনি।

তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল ভোটের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ মার্চের মধ্যে। ১ ও ২ এপ্রিল যাচাই বাছাই শেষে মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।