রাজশাহীতে তালাবন্ধ বাড়িতে গৃহকর্তার লাশ

রাজশাহীতে তালাবন্ধ একটি বাড়ি থেকে গৃহকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ, যার মাথায় আঘাতের চিহ্ন ও শরীরে রক্তের দাগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 08:31 AM
Updated : 27 March 2015, 08:31 AM

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল কাদের (৪৫) অবিবাহিত ছিলেন। তিনি ওই বাসায় একাই থাকতেন।

ওসি মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার প্রধান ফটকে তালা লাগানো ছিল। সকালে সেখান থেকে দুর্গন্ধ এলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গেট ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

“সিঁড়ির ওপর লাশটি পড়ে ছিল। আব্দুল কাদেরের হাতে বাড়ির চাবির গোছাও পাওয়া যায়। মাথায় আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে।”

সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ওসির ধারণা। তবে এটি হত্যাকাণ্ড কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মেহেদী বলেন, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়। কয়েক বছর আগে তিনি ও তার ভাই হারুন-অর-রশিদ রাজশাহীর বাড়িটি কেনেন।

হারুন তার অংশের বাসা ভাড়া দিয়ে ঢাকায় থাকেন। আর অবিবাহিত কাদের একাই তার অংশের ফ্লাটে বসবাস করতেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।