চট্টগ্রামের ৯ গুণীজনকে সম্মাননা

সমাজের নানা স্তরে অবদান রাখায় স্বাধীনতা দিবসে চট্টগ্রামের নয় গুণীজনকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 03:26 PM
Updated : 26 March 2015, 03:26 PM

বৃহস্পতিবার ৪৫তম স্বাধীনতা দিবসে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তাদের হাতে সম্মাননা তুলে দেন সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- ‍মুক্তিযুদ্ধে অবদান রাখায় মুক্তিযোদ্ধা সুলতানুল কবীর চৌধুরী (মরণোত্তর), জনসেবায় যৌথভাবে বিচারপতি ইমাম হোসাইন (মরণোত্তর) ও কামাল উদ্দিন নিযামী (মরণোত্তর), শিক্ষায় ড. এনামুল হক, সমাজসেবায় যৌথভাবে মুন্সি মিঞা (মরণোত্তর) ও সিসিসির সাবেক ডেপুটি মেয়র এস এম ফারুখ, সাংবাদিকতায় সৈয়দ মুর্তজা আলী (মরণোত্তর) এবং ক্রীড়ায় যৌথভাবে আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নু।

মরণোত্তর সম্মাননাপ্রাপ্তদের পক্ষে তাদের সন্তানরা মেয়রের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শহিদউল্লাহ, মেয়রের একান্ত সচিব মনজুরুল ইসলাম ও সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। 

সভা শেষে সিটি করপোরেশনের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র মনজুর।