গাজীপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে লেগুনা উল্টে এক নারী এবং নওগাঁয় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

নওগাঁ প্রতিনিধিগাজীপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 11:35 AM
Updated : 26 March 2015, 11:35 AM

বৃহস্পতিবার দুপুরের দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং  নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-নজিপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের আবুল মণ্ডলের স্ত্রী আসিয়া বেগম (৪৫) এবং নওগাঁর পোরশা উপজেলার মুর্শিদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মুমিন উদ্দিন (৩৫)।

গাজীপুরের নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় কনকর্ড গার্মেন্টসের সামনে ওই লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আসিয়াকে চাপা দিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই আসিয়া মারা যান এবং লেগুনার অন্তত আট আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।

মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে মহাদেবপুরে উপজেলার তের মাইল এলাকায় নওগাঁ-মহাদেবপুর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মুমিন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় আহত কামারুজ্জামান (৩০) নিয়ামতপুর উপজেলার বধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফয়িমুদ্দিনের ছেলে।