বিড়ালদহে শহীদদের স্মরণে সৌধ

একাত্তরের ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে সম্মুখযুদ্ধে শহীদ হন ৭২ জন বীর মুক্তিযোদ্ধা, যাদের স্মরণে স্বাধীনতার ৪৪ বছর পূর্তিতে মাথা তুলে দাঁড়াল একটি স্মৃতিসৌধ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 10:53 AM
Updated : 26 March 2015, 10:53 AM

স্থানীয় সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে বিড়ালদহের এই ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের’ ফলক উন্মোচন করেন।

পরে সেখানে পুস্পস্তবক অর্পণ করে একত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়া হয় এ সময়।

প্রায় ৩৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ স্মৃতিসোধে ৭২ জন শহীদের নামও লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৭১ সালের ১২ এপ্রিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে সেই সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ছিলেন সাংসদ দারার বাবা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আবদুল আওয়াল।

হানাদার বাহিনীর সাঁজোয়া বহর সেদিন রাজশাহী শহরে যাওয়ার পথে বিড়ালদহের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। পরে পাকিস্তানি সেনারা পুরো গ্রাম জ্বালিয়ে দেয়।