রাষ্ট্রপতির সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 09:31 AM
Updated : 26 March 2015, 09:31 AM

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এ সময় লাল-সবুজ ধোঁয়া উড়িয়ে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্ট রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়।

ঢাকার লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি পরে তিন বাহিনীর সমরাস্ত্র সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন, দেশগঠনে তিন বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে সজ্জিত এসব স্টল পরিদর্শনের সময় তিন বাহিনীর প্রধানরাও রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

আবদুল হামিদ যুদ্ধ বিমান ‘মিগ-২৯’ এর অ্যারেবেটিক শো এবং ছত্রী সেনাদের প্যারা ট্রুপিং দেখেন।

নয়দিন ব্যাপী এই সমরাস্ত্র প্রদর্শনী গত ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা দিবস সামনে রেখে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস সাধারণ মানুষকে জানাতে এবং ‘চ্যালেঞ্জিং’ এ পেশায় তরুণদের আকৃষ্ট করতে ৩৪টি স্টল নিয়ে এই প্রদর্শনী শুরু হয়।