সীমান্তে আটক ৪ পুলিশকে ফেরত দিয়েছে বিএসএফ

চোরাচালানবিরোধী অভিযানের সময় ‘অসাবধানতায়’ সীমান্ত অতিক্রম করায় বিএসএফের হাতে আটক বাংলাদেশ গোয়েন্দা পুলিশের চার সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 09:09 AM
Updated : 26 March 2015, 11:12 AM

বুধবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিএসএফ-১৫৮ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী রাগবিশ সিং ডিবি পুলিশের ওই চার সদস্যকে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলামের কাছে হস্তান্তর করেন।

কুমিল্লা ডিবি পুলিশে কর্মরত ওই চারজন হলেন- এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম।

তাদের হস্তান্তরের সময় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

লে. কর্নেল নজরুল বলেন, “বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্কের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চার পুলিশ সদস্যকে সহজেই ফেরত দিয়েছে। তবে বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী তাদের বিচারের দাবি জানিয়েছেন শ্রী রাগবিশ সিং।”

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানে গিয়ে কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওই চার সদস্য বুধবার বিকালে ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামে ঢুকে পড়েন। সে সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।