ঢাকায় মোটর সাইকেল থামিয়ে ছিনতাই

রাজধানীর ধানমণ্ডিতে মোটর সাইকেল থামিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 05:50 PM
Updated : 25 March 2015, 05:57 PM

বুধবার বেলা সোয়া ১টার দিকে ধানমণ্ডি ৫ নম্বর সড়কে এই ছিনতাই হয় বলে ক্ষতিগ্রস্ত মোস্তফা মুহিতুল হক পুলিশকে জানিয়েছেন।

মুহিতুল এই ঘটনায় ধানমণ্ডি থানায় মামলা করেছেন। ডিএমপির ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন।

মহিতুল ডিএনকো লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ছিনতাইয়ের সময় তার সঙ্গে মোটর সাইকেলে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (হিসাব) আকমল হোসেন ছিলেন বলে জানান তিনি।

মহিতুল এজাহারে বলেছেন, ধানমণ্ডি ৭ নম্বর সড়কের ঢাকা ব্যাংক থেকে প্রতিষ্ঠানের ১৬ লাখ ৪০ হাজার টাকা তুলে রওনা হওয়ার পর ৫ নম্বর সড়কে তারা ছিনতাইকারীর কবলে পড়েন।

“দুটি মোটর সাইকেলে চারজন এসে আমাদের আটকে দেয়। এরপর অস্ত্রের মুখে আমার সহকর্মীর (আকমল) হাত থেকে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে যায়।যাওয়ার সময় আমাদের মোটর সাইকেলের চাবি নিয়ে যায়।”

ছিনতাইকারীদের মোটর সাইকেলের নম্বর মনে করতে না পারলেও তাদের দেখলে চিনতে পারবেন বলে মুহিতুল জানিয়েছেন।