সিলেটে জীবনবীমার সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের প্রিমিয়ামের  টাকা আত্মসাতের অভিযোগে জীবনবীমা কর্পোরেশনের সিলেটের সাবেক আঞ্চলিক ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 12:24 PM
Updated : 25 March 2015, 12:24 PM

বুধবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

গ্রেপ্তার মো. আবদুল লতিফ চৌধুরী (৪৭) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা গ্রামের মৃত আবদুর রহমান চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ-২ এর ১/এ রোডের ৩ নম্বর বাসায় বসবাস করেন।

দুদক সিলেট সমন্বিত অফিসের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোজাহার আলী সরদার জানান, ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আবদুল লতিফ চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী মিলে পাঁচ হাজার ৮৫৮টি প্রিমিয়াম জালিয়াতির মাধ্যমে ১৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০২ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১২ জানুয়ারি তাদের বিররুদ্ধ দুর্নীতি প্রতিরোধ আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার আবদুল লতিফকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হবে বলে জানান দুদক কর্মকর্তা মোজাহার আলী।