বাগেরহাটে জমির বিরোধে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় নিহতের ভাইসহ পাঁচজন আহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 11:51 AM
Updated : 25 March 2015, 11:51 AM

নিহত আনোয়ার হোসেন (৫৫) উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামের আশ্বাস আলীর ছেলে।

বুধবার দুপুরে এ ঘটনায় আহতদের চারজন হলেন নিহতের ভাই আব্দুর রশিদ (৪৭), প্রতিবেশী ওমর খান (৬০),  মজিবর (৫৫) ও সোহাগ (২২)। একজনের নাম জানা যায়নি।

তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্ত্রী ফরিদা বেগম বলেন, ৭-৮ বছর আগে প্রতিবেশী কাসেম শেখের কাছে আমার স্বামী এক বিঘা জমি বিক্রি করেন।

বুধবার সকালে সেই বিক্রি করা জমি তাকে বুঝিয়ে দিতে জোকা গ্রামে যান ভাইসহ কয়েকজন সঙ্গী নিয়ে।

জমি বুঝিয়ে দিয়ে সঙ্গীদের নিয়ে বাড়ির ফেরার পথে প্রতিপক্ষ কাসেম ও জাহিদুরের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহিদুর রহমান বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকার শামস বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চি‎‎হ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।