অনারারি কমিশন পেলেন ৭ নৌ কর্মকর্তা

স্বাধীনতা দিবস উপলক্ষে নৌ-বাহিনীর সাতজন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড কর্মকর্তাকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 10:33 AM
Updated : 25 March 2015, 10:33 AM

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিশনপ্রাপ্তরা হলেন- মো. মনিরুল ইসলাম (এমসিপিও, এসডব্লিউ), মোহাম্মদ শাহজাহান আলী (এমসিপিও, এক্স-জিআই) এবং কাজী ফারুক আহাম্মদ (এমসিপিও, এল)।

এছাড়া মোহাম্মদ নূর ইসলাম জোমাদার (এমসিপিও, এক্স-ককিউএ-১), মোহাম্মদ আফজাল হোসেন শেখ (এমসিপিও, এক্স-এফসি-১), মো. সাইফুর রহমান মজুমদার (এমসিপিও, ই) এবং মোহাম্মদ মোকলেছুর রহমান মান্না (এমসিপিও, এক্স-সিডি-১) অনারারী কমিশন পেয়েছেন।

আইএসপিআর বলছে, নৌ-বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া এই অনারারী কমিশন আগামী ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে।