বেনাপোলে মিঠুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল থেকে রাজবাড়ীর মিঠুন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 10:05 AM
Updated : 25 March 2015, 10:05 AM

গ্রেপ্তার জামাল হোসেন (৩৫) বেনাপোল পৌরসভার নামাজ গ্র্রামের বল্টু আজিজের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল বন্দর থানার এসআই ফিরোজ আহমেদ জানান, বুধবার সকালে পৌরসভার নামাজ গ্র্রামের বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বছরের ৬ অক্টোবর মিঠুন দাস (৩০) নামে এক যুবককে রাজবাড়ী থেকে বেনাপোলে ডেকে আনেন জামাল ও তার সহযোগীরা। পরদিন সকালে জামালের ঘরে মিঠুনের মৃতদেহ পাওয়া যায়।

অতিরিক্ত মদ্যপানে মিঠুন মারা যায় বলে প্রথমে দাবি করা হলেও সোমবার (২৩ মার্চ) লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে জানা যায় তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের দিনই নিহত যুবকের বাবা নরেন দাস বাদী হয়ে জামালসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মিঠুনের মৃত্যুর পর থেকেই জামাল পলাতক ছিলেন বলে জানান এই পুলিশ সদস্য।