শোকবইতে সই করে লির প্রতি বিএনপির শ্রদ্ধা

আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউয়ের মৃত্যুতে ঢাকায় দেশটির দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 08:19 AM
Updated : 25 March 2015, 08:19 AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বুধবার সকালে গুলশানে সিঙ্গাপুর দূতাবাসে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শোকবইতে সই করেন।

পরে আবদুল মঈন খান বলেন, “আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বিএনপি চেয়ারপারসনের পক্ষে দূতাবাসে এসেছি। শোক বইতে স্বাক্ষর করে তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি।”

গত সোমবার ভোরে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বয়স হয়েছিল ৯১ বছর। তার বড় ছেলে লি সিয়েন লং সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী।

লির মৃত্যুতে সপ্তাহব্যাপী শোক পালনের অংশ হিসেবে সিঙ্গাপুর দূতাবাসে সিঙ্গাপুরের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খোলা হয়েছে শোকবই।