নওগাঁয় অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

অপহরণের একদিন পর নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 03:52 PM
Updated : 24 March 2015, 03:52 PM

মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের ২৬৬ নম্বর পিলার এলাকা থেকে ফজলে রাব্বিকে (১৪) উদ্ধার করা হয়।

রাব্বি সদর উপজেলার আদম দুর্গাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

বিজিবি ১৪ কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে রাব্বিকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫/৬ জন দুর্বৃত্ত  ধামইরহাটের চক ইলাম সীমান্ত দিয়ে ভারতে পাচার করছিল রাব্বিকে। এ সময় বিজিবির একটি টহল দলকে দুর্বৃত্তরা দেখতে পেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে রাব্বিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।