সাত খুনের অভিযোগপত্র শিগগিরই: আইজিপি

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 03:02 PM
Updated : 24 March 2015, 03:02 PM

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত ছয় তলা পুলিশ ব্যারাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভারতে আটক এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সব ঘটনায় মামলা মোকদ্দমা হলে বাদী-বিবাদী উভয়েই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি ছোটখাট বিষয়গুলো কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান জানান।

থানাগুলোকে দালালমুক্ত করারও উপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, গাজী গোলাম দস্তগীর, সাংসদ হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকা মহিদ উদ্দিন প্রমুখ।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়, তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী এবং চন্দন সরকারের জামাতা বাদী হয়ে দুটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় র‌্যাবের কর্মকর্তাসহ মোট ২৪ জনকে।