চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীকে নোটিস

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 02:02 PM
Updated : 24 March 2015, 02:06 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা  আব্দুল বাতেন তাদের সতর্ক করে দিয়ে এ নোটিস দেন।

নোর্টিস প্রাপ্তরা হলেন- ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী ও ৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এহেতেসামুল হক ভোলা।

মোর্শেদ আক্তার এবারেও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিটার্নিং কর্মকর্তা বাতেন বলেন, “প্রার্থীরা যাতে আচরণিবিধি লঙ্ঘন না করেন সেজন্য তাদেরকে আমরা সাতটি পয়েন্ট করে দিয়েছি।

“এছাড়া নির্বাচন কমিশন থেকে তাদের বিভিন্ন প্রচারণার জন্য লাগানো ব্যানার পোস্টার অপসারণ করতে বলা হয়েছিল।”

তিনি বলেন, গত শুক্রবারের মধ্যে অনেক প্রার্থী নিজের উদ্যেগে প্রচারণার পোস্টারগুলো তুলে নিয়েছিল এবং যারা করেনি তাদেরগুলো সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন তুলে ফেলেছিল।

নির্বাচন কর্মকর্তা বাতেন বলেন, “তবে এই দুই প্রার্থী নতুন করে আবার পোস্টার লাগিয়েছেন বা আগেরগুলো অপসারণ না করায় তাদের সতর্ক করে দিয়ে কারণ দর্শাতে বলেছি।”

আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ মার্চ পর্যন্ত মনোনয়ন মনোনয়ন পত্র সংগ্রহ ও ১ ও ২ এপ্রিল বাছাই হবে।