জেএমবি কমান্ডার মামুন রিমান্ডে

বোমা তৈরির সরঞ্জামসহ চট্টগ্রামে গ্রেপ্তার জেএমবি নেতা এরশাদ হোসেন মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 01:59 PM
Updated : 24 March 2015, 01:59 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে জামাআতুল মুজাহিদীন (জেএমবি) নেতা মামুনকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনে মিনান বলেন, আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সোমবার সাকলে নগরীর আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ বাগান বাড়ি সংলগ্ন শাপলা মোড়ের রেল লাইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান গ্রেনেড তৈরির সরঞ্জাম, গান পাউডার, বোমা সদৃশ বস্তু, জিহাদি বই জব্দ করা হয়।

এরশাদ হোসেন মামুন নিজেকে জেএমবি চট্টগ্রামের কমান্ডার বলে দাবি করেছেন।

নগর পুলিশের এক কর্মকর্তা জানান, মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার টিএফআই সেলে পাঠানো হতে পারে।