প্রহরীকে বেঁধে ৪ দোকানে ডাকাতি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একজনকে ছুরিকাঘাত করে ও নৈশ প্রহরীকে বেঁধে রেখে জুয়েলার্সসহ চারটি দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 01:28 PM
Updated : 24 March 2015, 01:28 PM

উল্যাসোনাতলা বাজারে সোমবার গভীর রাতে লিপি জুয়েলার্স, রিতু টেলিকম, শাওন ইলেকট্রনিক্স ও তন্বী বস্ত্রালয়ে ডাকাতি হয়।

তন্বী বস্ত্রালয়ের মালিক আবু তাহের জানান, ওইরাতে বাজার শেষে দোকানেই ঘুমিয়ে পড়েন তিনি।

রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে গেরে মানুষের কথাবার্তা শুনে ঘর থেকে বের হয়ে ১৫/২০ জনের মতো মানুষ দেখতে পান।

তিনি জানান, “তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে মারপিট করে ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তার দোকানে থাকা ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ডাকাতরা ছিনিয়ে নেয়।”

বাজারের নৈশ প্রহরী আব্দুল কুদ্দুস বলেন, আবু তাহেরের চিৎকার শুনে তিনি এগিয়ে গিয়ে ১৫/২০ জনের ডাকাতদলকে দেখতে পান। তারা কুদ্দুসের পরনের লুঙ্গি দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এরপর প্রায় ঘণ্টাব্যাপী বাজারের দোকানগুলিতে লুটপাট করে অটোরিকশায় উঠে চলে যায় বলে জানান কুদ্দুস।

তিনি আরও জানান, ডাকাতদল বাজারের একটি জুয়েলারি, একটি কাপড়ের, একটি ইলেকট্রনিক্স ও একটি মোবাইল ফোনের দোকানের দরজা ভেঙে ডাকাতি করে।

লিপি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র দাস জানান, ডাকাতরা দোকানের ১১ ভরি সোনা, ৪০ ভরি রূপা ও নগদ ৪ লাখ টাকা নিয়ে গেছে।

রিতু টেলিকমের নগদ ২৫ হাজার ও শাওন ইলেকট্রনিক্সের ৩০ হাজার টাকা লুট হয় বলে মালিকরা দাবি করেন।

সাঘাটা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এনিয়ে ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।