রাজশাহীতে ট্রেনে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

রাজশাহী রেল স্টেশনে একটি ট্রেন থেকে দুটি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 09:33 AM
Updated : 24 March 2015, 09:33 AM

পুলিশ বলছে, গ্রেপ্তার আক্তারা বেগম জান্নাত (৩৫) অস্ত্র কেনাবেচার একটি চক্রে জড়িত। তিনি অস্ত্রগুলো ঢাকায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী রেলওয়ে পুলিশের ওসি আকবর হোসেন জানান।

তিনি বলেন, “কার কাছ থেকে অস্ত্র নিয়ে জান্নাত কাকে দিতে যাচ্ছিলেন তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।”

ওসি জানান, রাতে ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী স্টেশন ছাড়ার পরপরই লাফিয়ে খাবারের বগিতে ওঠেন জান্নাত। তার কাছে টিকেট ছিল না।

পুলিশের সন্দেহ হলে জান্নাতের ব্যাগ তল্লাশি করে প্রথমে দুটি ম্যাগাজিনসহ ৪০টি গুলি পাওয়া যায়। পরে তিনি নিজেই কাপড়ের নিচে লুকানো দুটি পিস্তল ও গুলি ভরা ম্যাগাজিন বের করে দেন।

রাতে তাকে ট্রেনেই আটকে রাখা হয়। ট্রেনটি ঢাকা থেকে আবার রাজশাহী ফেরত এলে মঙ্গলবার দুপুরে জান্নাতকে জিআরপি থানায় নেয় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মৃত আফসার আলীর মেয়ে জান্নাত পুলিশকে জানিয়েছেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।