লক্ষ্মীপুরে যুবদল নেতার বাড়িতে অস্ত্র, গুলি

লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবদলের স্থানীয় এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 05:42 AM
Updated : 24 March 2015, 05:46 AM

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ হামছাদি জাহানাবাদ এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

ফরিদ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা সদর যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

পুলিশ সুপার মিজান বলেন, ফরিদের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ ৪/৫টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এক মাস আগে তিনি জামিনে ছাড়া পান।

“ফরিদ তার বাহিনী নিয়ে বাসায় অবস্থান করছে- এমন খবর পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।”

পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি করে কাটা রাইফেল ও এলজি, দুটি একনলা বন্দুক, অর্ধশতাধিক গুলি ও গুলি রাখার ব্যাগ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।  

এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।