গাজীপুরে দুর্ঘটনায় শ্রমিক আহত, বাসে আগুন

গাজীপুরে পোশাক কারখানার এক শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হওয়ার পর বাসটি আটকে তাতে আগুন দিয়েছে তার সহকর্মীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 04:36 AM
Updated : 24 March 2015, 08:05 AM

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে জিরানীবাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এএসআই মোশরেফুল ইসলাম জানান।

আহত শ্রমিকের নাম শাহীন (৩০)। তিনি হামিম গ্রুপের স্যুয়েটার কারখানায় কাজ করেন। তার বাড়ি পাবনায়।

স্যুয়েটার কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় শাহিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসআই মোশরেফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হেঁটে  কর্মস্থলের দিকে যাচ্ছিলেন শাহিন। এসময় পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি বাস ‘রং সাইড’ দিয়ে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর হন। স্থানীয়রাই তাকে হাসপাতালে নিয়ে আসে।”

এ খবর ছড়িয়ে পড়লে শাহিনের সহকর্মীরা বাসটি আটক করে ভাংচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়। শ্রমিকরা ওই এলাকায় রাস্তা অবরোধের চেষ্টাও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।