ঢাকায় এনবিআর সদস্যকে গুলি

রাজধানীর বনানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক সদস্য।

প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 06:22 PM
Updated : 23 March 2015, 06:22 PM

গুলিবিদ্ধ জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বনানীর ২ নম্বর সড়কে কাস্টমস স্টাফ কোয়ার্টারের ভেতরে হাঁটার সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাকে গুলি করে চলে যায় বলে পুলিশ জানিয়েছে।

কোয়ার্টারের দারোয়ানের উদ্ধৃতি দিয়ে বনানী থানার উপ পরিদর্শক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি গাড়ি কোয়ার্টার এলাকার ভেতরে ঢুকে কিছুক্ষণ অবস্থান নেয়।

“এর পরই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দারোয়ান গেইট লাগিয়ে দিলে সন্ত্রাসীরা তাকে অস্ত্রের ভয় দেখালে তালা খুলে দেয় দারোয়ান। এরপর সন্ত্রাসীরা চলে যায়।”

হামলাকারীদের ওই গাড়িতে চার/পাঁচ জন ছিল বলে দারোয়ান পুলিশকে জানিয়েছেন।

এদিকে গুলির শব্দে কোয়ার্টারের লোকজন ছুটে এসে দেখেন জাহাঙ্গীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীরের কোমরের নিচে ক্ষত রয়েছে।

“এটা গুলি, না বোমার স্প্লিন্টার সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তাকে আইসিইউতে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে।”

হাসপাতালের আনার পর জাহাঙ্গীর কথা বলেছেন জানিয়ে মতিয়ার বলেন, “মনে হচ্ছে, তিনি আশঙ্কামুক্ত।”

গাড়ি নিয়ে এনবিআর সদস্যের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

“অপরাধীদের দ্রুতই চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে,”  আশা প্রকাশ করেছেন বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন।