নাতনিকে অপহরণ চেষ্টা, এসিডে দগ্ধ দাদি

রংপুরের পীরগাছা উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করতে এসে ব্যর্থ দুর্বৃত্তদের এসিডে দগ্ধ হয়েছেন তার দাদি।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 04:23 PM
Updated : 23 March 2015, 04:23 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনায় দগ্ধ রোখসানা বেগমকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মারুফুল ইসলাম জানান, এসিডে বৃদ্ধা রোখসানার মুখমণ্ডল ঝলসে গেছে। তার বাম চোখ নষ্ট হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নজরমামুদ গ্রামের রিকশাভ্যান চালক মিলন মিয়ার মেয়ে স্থানীয় চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মিম আখতারের সঙ্গে রোখসানা বাড়ির সামনে কথা বলছিলেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই গ্রামের আমির হোসেনের বখাটে ছেলে এনামুল হক (২২) ও ৩-৪ জন যুবক মিমকে অপহরণের চেষ্টা করে।

এ সময় রোখসানা বাধা দেন এবং চিৎকার করতে থাকেন। তখন অপহরণকারীরা তাদের দিকে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।   

মিম আখতারের বাবা মিলন মিয়া জানান, বেশ কিছুদিন ধরে স্কুল যাওয়ার পথে মিমকে উত্ত্যক্ত করছিল এনামুল। সপ্তাহখানেক আগে বিষয়টি তার বাবাকে জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে এনামুল।

সে মিমকে অপহরণ করারও হুমকি দিয়ে আসছিল বলে জানান মিলন মিয়া।

ওসি আমিনুল জানান, এসিড নিক্ষেপের পরপরই গা ঢাকা দিয়েছে এনামুল ও তার সহযোগীরা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।