নূর হোসেনের সহযোগী কুমিল্লায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলী কুমিল্লায় গ্রেপ্তার হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 03:12 PM
Updated : 23 March 2015, 03:12 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন।

রহম আলী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার বাহাদুর বিশ্বাসের ছেলে।

জহিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহম আলীকে আটক করা হয়।”

বহুল আলোচিত সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল বলেন, “৭ খুনের ঘটনার পর থেকে পলাতক ছিল রহম আলী। তার কাছে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”

নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকস্ট্যান্ডে অবৈধভাবে মেলা পরিচালনার অভিযোগ রয়েছে। সাত খুনের পর ওই মেলার প্যান্ডেল জ্বালিয়ে দেয় জনতা। 

রহম আলীর নামে একটি অস্ত্রের লাইসেন্সও ছিল, যা ৭ খুনের ঘটনার পর জেলা প্রশাসন বাতিল করে।

নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।