ঢাকায় বাস ও ট্রাকে আগুন

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে ও কোতয়ালী চায়না মার্কেটের সামনে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 03:04 PM
Updated : 23 March 2015, 04:22 PM

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বারডেম হাসপাতালের সামনের এঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ৩ নম্বর বাসের পেছন দিকে আগুন দেওয়া হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাস থেকে নেমে যায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওসি এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পুরো বাসটিই আগুনে পুড়েছে। তবে কেউ আহত হয়নি।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালীর থানার চায়না মার্কেটের কাছে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বলেন, দুটি ইউনিট খবর পেয়ে আগুন নেভায়।