মুন্সীগঞ্জের প্রবাসীদের তথ্য ভাণ্ডার তৈরি

বিদেশে বসবাসকারী মুন্সীগঞ্জের বাসিন্দাদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করেছে জেলা প্রশাসন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 02:54 PM
Updated : 23 March 2015, 02:54 PM

সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ভূমি অফিস, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ের প্রায় সাতশ কর্মী এই তথ্য সংগ্রহ করেন।

চলমান এই প্রক্রিয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।

জেলা প্রশাসক জানান, এ ডাটাবেইজে (তথ্য ভাণ্ডার) জেলার ৩৫ হাজার ২০ জন প্রবাসীর যাবতীয় তথ্য স্থান পেয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ১৮ হাজার ৩৯৩, টঙ্গীবাড়িতে দুই হাজার ৮৯১, গজারিয়া সাত হাজার ১০৮,  শ্রীনগরে চার হাজার ৯৯৬ এবং সিরাজদিখান উপজেলায় এক হাজার ৬৩২ জন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।

জেলা প্রশাসনের ওয়েবসাইটে (http://www.munshiganj.gov.bd/node/1596378)

প্রবাসীদের সর্বশেষ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।