ফতুল্লায় গৃহবধূকে এসিড মেরেছে ‘স্বামী’

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:55 PM
Updated : 23 March 2015, 01:55 PM

রোববার গভীর রাতে ভূইগড় এলাকায় এসিড দগ্ধ হন ইয়াসমিন আক্তার (৩২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে ইয়াসমিনের স্বামী সালাউদ্দিন পলাশ পলাতক রয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পলাশের ভাই ও বোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান।

ওসি বলেন, এ ঘটনায় ইয়াসমিনের মা জাহেদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। পলাশকে গ্রেপ্তারের চেষ্টা  চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের  জন্য পলাশের বোন ফুজি ও সুফি,ভাই নেসারউদ্দিন, সুফির স্বামী মিজান এবং বন্ধু বাচ্চুকে আটক করা হয়েছে।

ইয়াসমিনের মা জাহেদা বেগম জানান, ১৫ বছর আগে ভূইগড় এলাকার আহমদ উল্লাহর ছেলে পলাশের সঙ্গে একই এলাকার গুলজার হোসেনের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারস্পরিক সন্দেহের কারণে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে এক বছর ধরে বাবার বাড়ি রয়েছেন ইয়াসমিন।

জাহেদা বেগম বলেন, রোববার রাত দেড়টায় জানালার ফাঁক দিয়ে পলাশ এসিড ছোড়ে। এ সময় ইয়াসমিন ঘুমিয়ে ছিল। এসিডে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।