বিজিবি ক্যাম্প থেকে আটক ব্যক্তির পলায়ন

দিনাজপুরে বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প থেকে হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তি পালিয়েছে, যাকে চোরাকারবারির অভিযোগে আটক করা হয়েছিল।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:30 PM
Updated : 23 March 2015, 01:30 PM

সোমবার সকালে ওবায়দুর রহমান (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। ওবায়তুর পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁন মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক হিলি ইমিগ্রেশনে কর্মরত এক কর্মচারী জানান, সকালে ওই ক্যাম্প সদস্যরা অবৈধভাবে আনা হরলিকসসহ ওবায়দুরকে হিলি রেলস্টেশন থেকে আটক করেন।

এর এক ঘণ্টা পর হাতকড়া পরা অবস্থায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে তিনি ক্যাম্প থেকে পালিয়ে যান বলে তিনি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিবির দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল হ্লা হেন মং এবং হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, ক্যাম্প থেকে আসামি পালিয়ে যাওয়ার খবর তারা শুনেছেন। বিজিবি সদস্যদের খোঁজাখুঁজি করতেও দেখেছেন।