বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিতে বাড়িতে হামলা

গোপালগঞ্জের মুকসুদপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বাড়িঘরে হামলা চালিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 12:39 PM
Updated : 23 March 2015, 12:39 PM

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শুক্রবার উপজেলার জানবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জানবাগ গ্রামের বাসিন্দা এ ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে পড়েন।

ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মাসুদ শেখ ওরফে রাসেল নামে এক বখাটে উত্ত্যক্ত করে আসছিল। রাসেল পাশের ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামের আলমগীর শেখের ছেলে এবং ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র।

ওসি জানান, সম্প্রতি ওই ছাত্রী জানবাগ গ্রামের বাড়ি বেড়াতে আসেন। এই সুযোগে শুক্রবার শ্যালো ইঞ্জিন চালিত দুইটি নছিমনে ২৫/৩০ জন লোক নিয়ে রাসেল ওই ছাত্রীর বাড়িঘরে হামলা ও ভাংচুর করে তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

ওসি আজিজুর রহমান আরও জানান, এ খবর শোনার পর দায়ীদের আটক করতে পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু পুলিশ এলাকায় তাদের পায়নি।

তবে, স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে বলে জানান তিনি।

ওই ছাত্রীর বাবা জানান, রাসেল তার মেয়েকে উত্ত্যক্ত করেই ক্ষান্ত হয়নি। বাড়িঘরে হামলা-ভাংচুর করে তার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করতে চেয়েছিল।

এলাকার প্রভাবশালীরা বিষয়টি মীমাংসা করার জন্য চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।