বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বাগেরহাটে একটি হত্যা মামলায় বিএনপি নেতাসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 12:28 PM
Updated : 23 March 2015, 12:28 PM

সোমবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চ্যানেল-২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ও দুলাল আকন নামের আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন, জেলা বিএনপির সদস্য অহিদুজ্জামান ওরফে ওহিদ (৫৫), মিলন শেখ (৪৫), ইব্রাহিম শেখ (৪০) এবং হেলাল শেখ (৪০)। এরা সবাই বাগেরহাট শহরের হাড়িখালী ও হরিণখানা এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ আলী জানান, ২০০৭ সালের ২৫ মে রাতে হরিণখানা এলাকার প্রয়াত মীরাজ উদ্দিন গাজীর ছেলে গাজী আব্দুর রাজ্জাক ওরফে কালাই খোকনকে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় রাজ্জাকের ভাই লুৎফর রহমান গাজী বাদী হয়ে ওইদিন বাগেরহাট মডেল থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।

ওই বছরের ২৩ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে অভিয্গোপত্র দাখিল করে পুলিশ।