ঝিনাইদহে স্বর্ণালংকারসহ ‘চোরাকারবারি’ গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর থেকে ৮৩৪ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। ওই সময় স্বর্ণ চোরাকারবারি অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 12:25 PM
Updated : 23 March 2015, 12:25 PM

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আল মাহমুদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাশার। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ পরিদর্শক মাহমুদ বলেন, একজন চোরাকারবারি চুয়াডাঙ্গার জীবননগর থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিসমনে করে ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছে খবর পেয়ে পুলিশ মহেশপুরের ফতেপুর এলাকায় অবস্থান নেয়।

পরে নসিমনটি থামিয়ে ওটার আরোহী বাশারের দেহ তল্লাশি করে ৮৩৪ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধার করা অলংকারে মধ্যে বালা, চেইন ও কানের দুল রয়েছে।